ফিউচারিস্ট আর্টিস্ট সিড মিডের মৃত্যু

কল্পবিজ্ঞানের চলচ্চিত্রে ল্যান্ডস্কেপ ও ফিউচারিস্ট আর্টিস্ট হিসেবে খ্যাত এবং ‘ব্লেড রানার’ চলচ্চিত্রের নেপথ্য ডিজাইন পরিকল্পনাকারী শিল্পী সিড মিড ৮৬ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন।

ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত সোমবার তিনি মারা যান। সিড মিড ‘এলিয়েনস’, ‘টর্ন’ এবং ‘স্টার টেক’: দি মোশন পিকচার’ সহ বহু চলচ্চিত্রে কাজ করেছেন।

মিডের ফেসবুক পেইজে তার মৃত্যুর খবর নিশ্চিত করে লেখা হয়েছে “সিড মিড ১৯৩৩-২০১৯”।
তিনি গাড়ি ও ইলেকট্রনিক্স শিল্পের ডিজাইন অংকন দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। চলচ্চিত্রে প্রবেশের আগে তিনি ফোর্ড, চেসলার, সনি এবং ফিলিপস-এ কাজ করেছেন।

তার ফিউচারিস্ট আটের্র ধারণা সুখ্যাতি লাভ করে ১৯৮২ সালে রাইডলি স্কটের নতুন ক্লাসিক চলচ্চিত্র ‘ব্লেড রানার’ এর মাধ্যমে।

গত সেপ্টেম্বরে তিনি কর্মজীবন থেকে অবসরে যান। মিডের মৃত্যুতে অটোমোবাইল ও চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

আজকের বাজার/লুৎফর রহমান