ফেনীতে ৫৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে‘বঙ্গবন্ধু কর্ণার’স্থাপন করা হয়েছে

জেলার ছয়টি উপজেলার ৫৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে‘বঙ্গবন্ধু কর্ণার’স্থাপন করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলায় প্রাথমিক শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও উন্নয়ন সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়।

আজ দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তিনবছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণার, মিড ডে মিল, কাব স্কাউট, মাল্টিমিডিয়া ক্লাসরুম, পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি বিষয় আলোচিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোছা. সুমনী আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা প্রমুখ উপিস্থিত ছিলেন। সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, জেলার ৫৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ল্যাপটপ রয়েছে। জেলায় আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা একহাজার ৯২জন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান