ফের অকার্যকরের শঙ্কায় ডাকসু

নির্বাচিত কমিটির মেয়াদ ফুরানোয় আবারও শূন্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে। নির্বাচনের ধারা যেন বন্ধ না হয়, তাই চান শিক্ষার্থীরা। ক্যাম্পাস খুললেই দ্রুত তফসিলের দাবি বিভিন্ন ছাত্র সংগঠনের। আর ডাকসুকে ফের অকার্যকর না করার পরামর্শ সাবেক নেতাদের।

শিক্ষার্থীদের দীর্ঘ প্রত্যাশার হাওয়ায় ভর করে খুলেছিল ডাকসুর বন্ধ দুয়ার। কিন্তু ভিপি-জিএস কেন্দ্রিক দু’ভাগে বিভক্ত ছিলো পুরো কার্যকাল। কাজের চেয়ে কথার লড়াই, পাল্টাপাল্টি মামলা-হামলার ঘটনায় মৌলিক দাবির বাস্তবায়ন থাকে অধরা। তবুও শিক্ষার্থীরা চান ফাঁকাবুলির গণতন্ত্র চলুক।

ডাকসু নেতৃত্বের মতোই নানান বিষয়ে কাদা ছোড়াছুড়ি সাধারণ বিষয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তবে একটা বিষয়ে তারা একমত, নির্বাচনি ধারা যেন ব্যাহত না হয়।

মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ। কবে খুলবে, কিভাবে হবে নির্বাচনি আয়োজন? উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলছেন, সময় সাপেক্ষ হওয়ায় শিগগিরই কিছু হচ্ছে না।

গণতান্ত্রিক যে ধারা তৈরি হয়েছে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে তা অব্যাহত রাখার পরামর্শ সাবেক নেতৃত্বের কণ্ঠে।