ফের পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ফের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় ধরনের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১০৮ পয়েন্ট। আজ ডিএসইতে লেনদেনও কমেছে টানা অষ্টম দিনের মতো। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৪৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩৬ কোটি ৫৬ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৮২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৫৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।

সুত্র:  অর্থসূচক