ফের শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

নাব্য সঙ্কটে ফের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সীমিত আকারে চালুর ১২ দিনের মাথায় দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিসটি রবিবার দুপুর থেকে বন্ধ হয়ে যায়। এ নিয়ে চলতি মাসে চার দফা ফেরি চলাচল বন্ধ হলো।

সংশ্লিষ্টরা জানান, গত ৩ সেপ্টেম্বর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে ১১ সেপ্টেম্বর চালু হয়। এরপর ১৩ সেপ্টেম্বর বন্ধ হয়ে ১৫ সেপ্টেম্বর আবার চালু হয়। সবশেষে গত ১৭ সেপ্টেম্বর বন্ধ হয়ে আবার ১৮ সেপ্টেম্বর বিকাল থেকে পদ্মা সেতু চ্যানেলে ছোট আকারের ফেরিগুলো দিনের বেলায় চলছিল। কিন্তু রবিবার দুপুর থেকে আবার বন্ধ হয়ে গেল।

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম বলেন, কাঁঠালবাড়ি থেকে ছোট আকারের ফেরি শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর কাছে পানির গভীরতা কম থাকায় ফিরে যেতে বাধ্য হয়। ড্রেজিং চলছে, নাব্য ফেরাতে পারলে আবার চালু হবে।