ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনের হিসাবে করোনাভাইরাসে ৪৪ জনের মৃত্যু

NEW YORK, NY April 08: Medical workers putting on PPEs at the beginning of their shift at the emergency field hospital run by Samaritan's Purse and Mount Sinai Health System in Central Park on April 08, 2020 in New York, United States. New York City remains the epicenter of the coronavirus pandemic in the United States Misha Friedman/Getty Images/AFP

ফ্রান্স বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে নতুন করে আরো ৪৪ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে ফ্রান্সে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৯ হাজার ৬৫ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এ পরিসংখ্যানে কেয়ার হোমস ও অন্যান্য প্রতিষ্ঠানে করোনায় মারা যাওয়া রোগীর নাম অন্তর্ভূক্ত করা হয়নি।
ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের সাপোর্ট নিয়ে থাকা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বুধবারের চেয়ে ৪৭ জন কমে বর্তমানে ১ হাজার ১৬৩ জনে নেমে এসেছে।
এসব রোগীর তিন-চতুর্থাংশ হচ্ছে মাত্র চারটি অঞ্চলের। এগুলো হলো প্যারিসসহ আইল ডি ফ্রান্স, গ্রান্ড-ইস্ট, উভার্ন-রোন-অলপস ও হাউটস-ডি-ফ্রান্স।