বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার শেরপুর উপজেলায়রাত সাড়ে ৯টায় গরুবোঝাই ভটভটি উল্টে শাহীন আলম (২৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং আরো ১০ ব্যবসায়ী আহত হয়েছে। মৃত শাহীন আলম শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

জানা গেছে, ধুনট উপজেলার কান্তনগর-হাসোখালি হাট থেকে ৭টি গরু কিনে ১০-১২ জন ব্যাপারী বড় ভটভটিযোগে শেরপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে ধুনট-শেরপুর সড়কের রণবীর বালা (ঘাটপাড়া)এলাকায় আর একটি গরুবোঝাই ভটভটির সাথে পাল্লা দিয়ে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যাপারী শাহীন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা অন্যরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছে। বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, শাহীন আলমের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত শাহীন আলমের মরদেহ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান