বগুড়ায় আট বাড়ি লকডাউন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকার আটটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ওই এলাকায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্টজনিত কারণে একজন মারা গেছেন। মৃত ব্যক্তিকে করোনা রোগী সন্দেহ করে তার বাড়িসহ আশপাশের আরও মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা পরীক্ষার জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

মারা যাওয়া ব্যক্তির নাম মাসুদ রানা (৪২)। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, জ্বর এবং শ্বাসকষ্টে একজন মারা গেছে। এরপর থেকে আটটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি জানান, মৃত ব্যক্তি করোনাভাইরাস সংক্রমিত ছিল কিনা জানার জন্য নমুনা আইইডিসিআরে পাঠানো হচ্ছে। দুই-একদিনের মধ্যেই পরীক্ষার ফলাফল জানা যাবে। তবে মৃত ব্যক্তির সৎকার করোনাভাইরাসে মৃত্যু হলে যেভাবে করা হয়, সেভাবেই করা হবে।

জানা যায়, গত শুক্রবার ঢাকা থেকে শিবগঞ্জের দাড়িদহে স্ত্রী সানজিদার কাছে এসেছিলেন মাসুদ। তার স্ত্রী সানজিদা এনজিও সংস্থা টিএমএসএসে মাঠ কর্মী হিসেবে দাড়িদহ এলাকায় কর্মরত। মাসুদ রানার স্ত্রী সাজেদা খাতুন জানান, শনিবার সকালে হঠাৎ কাশতে কাশতে তার স্বামী মারা যান। ব্রেন স্ট্রোকে তার স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি তার।

আজকের বাজার / এ. এ