বগুড়ায় ৯ মুদ্রা প্রতারক গ্রেপ্তার

মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত বগুড়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ মুদ্রা প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা সাতান্নটি প্রাচীণ ধাতব মুদ্রা ও তিনটি নকল ধাতব মেটাল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া ডিবি পুলিশের ওসি আছলাম আলী জানান, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নকল কষ্টি পাথরের মূর্তি, প্রাচীন ধাতব মুদ্রা এবং ধাতব পদার্থ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের খোঁজা হচ্ছিল। ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই প্রতারক চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

উদ্ধারকৃত এসব নকল ধাতব মুদ্রা ও ধাতব মেটাল সম্পর্কে জেলা প্রত্নতত্ত্ব কার্যালয়কে আজ বৃহস্পতিবার অফিসিয়ালি জানানো হবে। এই চক্র দীর্ঘদিন ধরে নকল কষ্টি পাথরের মূর্তি, প্রাচীন ধাতব মুদ্রা এবং ধাতব পদার্থ দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান