বঙ্গবন্ধুর প্রতিকৃতির পর স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনা শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

এসময় তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে বেজে উঠে করুণ সুর।

পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা তার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আবারও জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন।

এর আগে সকালে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, জাতীয় সংসদের চীফ হুইপ, আওয়ামী লীগের সংসদ সদস্যগণ এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের পর সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে এবং এ নিয়ে মোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এসময় তার সাথে মন্ত্রিসভার আরও ৪৬ সদস্যও শপথ নেন।

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধামন্ত্রী এবং নতুন মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী শপথ গ্রহণ করেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচব