বঙ্গবন্ধু’র স্বরণে সঙ্গীত শিল্পী মাসুমের গান (ভিডিও)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক গান লেখা হয়েছে, লেখা হয়েছে কবিতা, ছড়া, প্রবন্ধ অনেক কিছুই। কিন্তু যখন বঙ্গবন্ধুর গান দিয়ে কেউ নিজের মনের ভাব প্রকাশ করে তখন তারই নাম হয় দেশপ্রেম। কারণ, বঙ্গবন্ধুর সাথে দেশের স্বাধিনতা ওতপ্রোতভাবে জড়িত। দেশের প্রতি এমন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান নিয়ে বঙ্গবন্ধুকে ঘিরে এবার নতুন গান বাজারে এনেছে সঙ্গীত শিল্পী মাসুম।

‘এখনো তোমার কন্ঠ শুনে কেপে উঠে কত প্রাণ, এখনো তোমার ভাষণ শুনে জাগে মানুষের প্রাণ।’ এমনই কথা দিয়ে সাজানো গানটি বঙ্গবন্ধু ও দেশের প্রতি শ্রদ্ধা সহস্রগুনে বাড়িয়ে দেয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সঙ্গীত শিল্পী মাসুমের কন্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গানটি  ‘সিডি চয়েস’ মিউজিক`র ব্যানারে প্রকাশ করা হয়েছে।

গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন টিপু ও জনি। সেই সঙ্গে গানটির ভিডিও পরিচানায় ছিলেন রবিউল ইসলাম শুভ।

আজকের বাাজর/এমএইচ