বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ক্ষতি কম হয়েছে: হানিফ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ঘূর্ণিঝড় ফণি সম্পর্কে আগাম তথ্য পাওয়ায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আগাম তথ্য পেয়েছিলাম বিধায় আমাদের সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। যারা ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে।’

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণি নিয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার এক পর্যায়ে তিনি এই কথা জানান।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গত ১০ বছরে দেশের সব দিকে উন্নয়ন হয়েছে। বিশেষ করে উন্নয়নের একটি বড় অংশ হচ্ছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ২ হাজার কিলোমিটার দূরে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের খবর আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর সংগ্রহ করেছে।’

‘এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা সরকারের সকল প্রতিষ্ঠান সমন্বয় করে কাজ করছে। প্রধানমন্ত্রী বিদেশে বসে সার্বক্ষণিক মনিটরিং করছে। সরকার এবং দলের ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসন করা হবে।’

‘ঘূর্ণিঝড়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য উপাত্ত নেয়া হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ঘূর্ণিঝড় ফণি শেষ হলে ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের টিম যাবে এবং সরকার ও দলের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ঘূর্ণিঝড়ে নিয়ে বিএনপি রাজনীতি করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি আসলে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিটকে পড়েছে। বিএনপি আজকে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। তারা নিজেদের সমস্যা ধামাচাপা দেয়ার জন্যই সরকারের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মিথ্যাচার করে। তারা নানা কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের ব্যর্থতা চাপা দেয়ার চেষ্টা করছে।’

আজকের বাজার/এমএইচ