বছরের প্রথম দিনে জন্ম নিল ৩ লক্ষ ৯২ হাজার ৭৮টি শিশু

ইউনিসেফ এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বছরের প্রথম দিনে মোট ৩ লক্ষ ৯২ হাজার ৭৮টি শিশুর জন্ম হয়েছে।
২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে সম্ভবত ফিজিতে আর প্রথম দিনের শেষ শিশুটি জন্মেছে আমেরিকায়।

নতুন বছরের প্রথম দিনে বিশ্বের সবচেয়ে বেশি শিশু জন্মালো ভারতে। ইউনিসেফ এর প্রকাশিত তালিকায় চিনকে পিছনে ফেলে শীর্ষস্থানটি দখল করেছে ভারত! ইউনিসেফ এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১ জানুয়ারি ভারতে জন্মেছে ৬৭ হাজার ৩৮৫ শিশু। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ওই দিন চিনে ৪৬ হাজার ২৯৯ শিশুর জন্ম হয়েছে।

ইউনিসেফের এগজিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর জানান, বছরের প্রথম দিনে মোট যত সংখ্যক শিশু জন্মেছে তার অর্ধেক শিশুর জন্ম হয়েছে ভারত, চিন, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আমেরিকা, কঙ্গো ও ইথিওপিয়া এই আটটি দেশে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতি বছর জন্মের পরেই ২৫ লক্ষেরও বেশি শিশুর মৃত্যু হয়। তবে গত তিন দশকে শিশুমৃত্যু প্রতিরোধে অভাবনীয় উন্নতি হয়েছে। শিশুমৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুযায়ী, আগামী ৩০ বছরের মধ্যে প্রায় ২৭৩ মিলিয়ন শিশু ভারতে জন্মাবে। এই শতাব্দীর শেষে জনসংখ্যায় চিনকেও ছাপিয়ে যেতে পারে ভারত।

আজকের বাজার/লুৎফর রহমান