বনশিল্প খাতে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

বনশিল্প খাতে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরবের একটি কোম্পানি।

এবিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের সাথে সৌদি আরবের ওই কোম্পানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

স্বাক্ষরের পর পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রামের কালুর ঘাটে সৌদি অর্থায়নে ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি অত্যাধুনিক আসবাবপত্র কারখানা গড়ে তোলা হবে। এই কারখানার কাঁচামাল সরবাহ করবে বিএফআইডিসি।

কারখানার আর্থিক লাভের একটি অংশও বিএফআইডিসি পাবে বলে জানান মন্ত্রী।

উৎপাদিত আসবাবপত্র সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হবে এবং বাংলাদেশের বহু লোকের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও সৌদি রাষ্ট্রদূতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আজকের বাজার/এমএইচ