বরগুনায় অটো ইজিবাইক শ্রমিকদের মানববন্ধন

নিশানবাড়িয়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী অটো ইজিবাইক, থ্রি হুইলার চলাচলে বরগুনা বাস মালিকদের বাধা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অটো ইজিবাইক ও থ্রি হুইলার শ্রমিকরা স্ত্রী-সন্তানদেরকে নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় তারা জানান, দীর্ঘদিন যাবৎ বরগুনা টু নিশানবাড়িয়া রোডে বাস মালিকদের বাহিনীরা বিভিন্ন জায়গায় অটো ইজিবাইক ও থ্রি হুইলার থামিয়ে যাত্রীদের নামিয়ে লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করেন এবং অটোরিকশা-ইজিবাইকগুলো পিটিয়ে ভেঙে দেন।তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।