বরগুনায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

জেলার আমতলী উপজেলায় আজ থেকে তিন দিনব্যাপি ‘ব্লু গোল্ড ডিএই কৃষি প্রযুক্তি মেলা’ শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় মহিষকাটা ইউনুচ আলী খান ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ ফিতাকেটে এ মেলার উদ্বোধন করেন।
‘ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচার প্রোডাকশন আন্ডার ব্লু গোল্ড প্রোগ্রাম (ডিএই কম্পোনেন্ট) এবং কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আমতলী কার্যালয় এ মেলার আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় রাজকীয় নেদারন্যান্ডস্ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফলকার্ট দা জ্যাগার, ‘ব্লু গোল্ড’র প্রকল্প সমম্বয়কারী প্রকৌশলী মো. আমিরুল হোসেন, ‘ব্লু গোল্ড’ কর্মসূচির টিম লিডার মি. গাই জোন্স।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘টিটিএপি-বিজিপি (ডিএই কম্পোনেন্ট)’-এর প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, ইউনুচ আলী খান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোহরাব মুন্সী, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম।
মেলায় বিভিন্ন বীজ, ওষুধ কোম্পানী ও কৃষি প্রযুক্তি সম্পর্কিত ‘ব্লু গোল্ড’র ২০টি স্টল রয়েছে। অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন।