বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৮

বরিশালে নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১৮ জনে।

মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাত সদস্য, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স ও একজন স্টাফসহ দুজন, বরিশাল সিটি করপোরেশনভুক্ত ধান গবেষণা রোড এলাকার দুজন, উলালঘুনি, সেকশন রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কাউনিয়া, রুপাতলি, নাজির মহল্লা, নথুল্লাবাদ, ফরেস্টার বাড়ি প্রত্যেক এলাকার একজন করে আজন, রাহাত-আনোয়ার হসপিটালের দুজন স্টাফ, বাবুগঞ্জ ও সদর জেনারেল  হাসপাতালে কর্মরত তিনজন নার্স, একজন স্বাস্থ্য পরিদর্শক ও একজন স্টাফসহ পাঁচজন,  বাবুগঞ্জ উপজেলায় ছয়জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় একজন চিকিৎসকসহ ছয়জন, মুলাদী উপজেলায় তিনজন, উজিরপুর উপজেলায় একজন, গৌরনদী উপজেলায় একজন, আগৈলঝাড়ায় তিনজন, বাকেরগঞ্জ উপজেলায় পাঁচজন এবং বানারীপাড়া উপজেলায় দুইজন রয়েছেন।

মঙ্গলবার এ জেলায় করোনা থেকে কেউ সুস্থ হয়নি।