বরিশালে টিসিবির পণ্য বিক্রিতে বাঁধা, আইনজীবীকে কারাদণ্ড

বরিশালে টিসিবি’র পন্য বিক্রিতে বাঁধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে লাঞ্ছিত করায় এক আইনজীবীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা আজ শনিবার বিকেলে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তের নাম অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন। তিনি নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, টিসিবি’র এক ডিলার ট্রাকে করে ন্যায্য মূল্যে পন্য বিক্রি করছিলো। এ সময় রবিউল ইসলাম রিপন নামে এক ব্যক্তি টিসিবি’র বিরুদ্ধে অকারনে নানা অভিযোগ করেন। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিসিবি’র কর্মকর্তাকে জানাচ্ছিলেন। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন।

পরে ভ্রাম্যমান আদালত সরকারি কাজে বাঁধা দেয়া এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে রিপনকে ৭ দিনের কারাদণ্ড দেন। সাথে সাথেই তাকে কারাগারে প্রেরন করা হয়।