বলিভিয়ায় ছিটকে গেল ১২২ যাত্রীবাহী বিমান

বলিভিয়ায় রানওয়ে থেকে ছিটকে গেল ১২২ যাত্রীবাহী বিমান

ল্যান্ডিং গিয়ার নষ্ট হয়ে যাওয়ায় বলিভিয়ার বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল ১২২ যাত্রীবাহী পেরুর একটি বিমান। এর ফলে বিমানবন্দরের এই এয়ারস্ট্রিপ বন্ধ হয়ে যায় এবং পাইলটরা আটকা পড়ে।

স্থানীয় সময় সকাল ১০টা ২২ মিনিটে দেশটির রাজধানী লাপাজের এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পেরুভিয়ান এয়ারলাইনসের বিমানটি এই দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।

এই ঘটনায় ‘বোয়িং ৭৩৭’ নামের এই বিমানের যাত্রী এবং পাঁচ ক্রু সদস্যের কেউই আহত হয়নি কিন্তু রানওয়েটি বন্ধ করে দেয়া হয়।

শেষমেশ পেরুর রাজধানী লিমা থেকে টেকঅফ রওনা হওয়া বিমানটি ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।

কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, পেরুভিয়ান এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং দেশে-বিদেশে পরিচালিত বাণিজ্যিক ফ্লাইটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করছে।