বাংলাদেশকে সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী দিল আরব আমিরাত

করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশকে সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ-দ্য অ্যাফেয়ার্স তালাল মোহাম্মদ আল মারজৌকি বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ চিকিৎসা সহায়তা হস্তান্তর করেন।

এ সময় আরব আমিরাত দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার দূতাবাস জানায়, ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিশেষ বিমান রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা সামগ্রী নিয়ে অবতরণ করে।

বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি চিকিৎসা সামগ্রী সহায়তার ব্যাপারে বলেন, বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় কাজ করা ৭ হাজার স্বাস্থ্যকর্মীকে এ সহায়তা সাহায্য করবে।

তিনি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত রয়েছে।

‘এ সহায়তার মধ্য দিয়ে আরব আমিরাতের লক্ষ্য হলো ভাইরাসের বিস্তার ঠেকাতে এ দেশের স্বাস্থ্যকর্মীরা যে অসাধারণ কাজ করছেন তাতে সামিল হওয়া,’ যোগ করেন তিনি।

আরব আমিরাত এ পর্যন্ত ৩৩টিরও বেশি দেশে ৩৪১ মেট্রিক টনেরও বেশি চিকিৎসা সামগ্রী সহায়তা হিসেবে পাঠিয়েছে।