বাংলাদেশি মানব পাচারকারী ব্রাজিলে গ্রেফতার

বাংলাদেশে জন্ম নেয়া মানব পাচারকারী সাইফুল্লাহ আল-মামুনকে ব্রাজিলের পুলিশ গ্রেফতার করেছে বলে শনিবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে।

খবরে বলা হয়েছে সাইফুল্লাহ বিশ্বের অন্যতম দুর্ধর্ষ মানব পাচারকারীদের মধ্যে একজন হিসেবে পরিচিত। এতে বলা হয় যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক বিভাগের সাথে এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ব্রাজিল পুলিশ। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে বড় ধরণের মানব পাচারের সঙ্গে যুক্ত একটি পাচারকারী দলকেও গ্রেপ্তার করেতে সক্ষম হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে।

খবরে আরো বলা হয়, সাইফুল্লাহ ব্রাজিলের শহর সাও পালোতে বাস করতেন এবং সেখানে তাকে লক্ষ্য করেই ঐ অভিযান পরিচালনা করা হয়।

যুক্তরাষ্ট্রে মানব পাচারের অভিযোগে দেশটিতে সাইফুল্লাহর বিরুদ্ধে মামলা রয়েছে বলে উল্লেখ করে খবরে বলা হয়, তার বিরুদ্ধে অভিযোগ- তিনি পেরু, ইকুয়েডর, কলোম্বিয়া, পানামা, কোস্টা রিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা ও মেক্সিকোর মতো দেশগুলোর মাফিয়াদের সঙ্গে আঁতাত করে যুক্তরাষ্ট্রে মানব পাচার করতেন।
সূত্র:ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান