বাংলাদেশেই মিলবে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি

বাংলাদেশে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশ চায়না ইনস্টিটিউট অব টেকনোলজির (বিসিআইটি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকার স্টামফোর্ড ইউনির্ভাসিটিতে চালু হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ। স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আজ এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে।
এ উপলক্ষে চীনের সাত সদস্যের এক প্রতিনিধি দল তিনদিনের সফরে গতকাল ঢাকায় এসেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন চীনের গানসু প্রদেশের পররাষ্ট্রবিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং ইয়াংগাং। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহম্মদ আলী নকী ও চীনের লানজু জিয়াতং ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট ইয়াং জিজিয়াং চুক্তিতে স্বাক্ষর করবেন।
বিসিআইটির চেয়ারম্যান মাসুম এম মহসিন জানান, বর্তমানে দেশে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানে প্রচুর পাওয়ার ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে। এছাড়া বিশ্ববাজারেও রয়েছে চাকরির সুযোগ। বিসিআইটির ব্যবস্থাপনা পরিচালক চার্লি জানান, চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে দক্ষ পাওয়ার ইঞ্জিনিয়ারের স্বল্পতা রয়েছে। এ চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি চীনের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা বিভাগটি পরিচালিত হবে। প্রতিনিধি দল আগামীকাল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭