বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ ভূমি হারাতে হতে পারে!

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারনে বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

বাংলাদেশের ওপর আইএমএফ এর করা ২০১৯ সালের কান্ট্রি রিপোর্টে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে ভাঙনের ফলে ২০৫০ সাল নাগাদ দেশটি ১৭ শতাংশ ভূমি হারাতে হতে পারে, যার ফলে খাদ্য উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এবং একই সাথে বসত হারানো মানুষের ভিড়ে শহরে অভিবাসীর সংখ্যাও বাড়বে। রিপোর্টে বলা হয় বাংলাদেশকে জলবায়ুর ঝুঁকি মোকাবিলা এবং প্রকৃতির বৈরিতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার নীতি গ্রহণ করতে হবে।

জলবায়ু পরিবর্তন এবং এর অভিঘাত মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন ধারাবাহিক উদ্যোগের উল্লেখ করে এতে বলা হয় জলবায়ুর পরিবর্তনের কারনে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রথম সারির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যত

আজকের বাজার/লুৎফর রহমান