বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান: রাষ্ট্রদূত

বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ক জোরদারে জাপান আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা খুবই উজ্জ্বল। বাংলাদেশের প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে জাপান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে সম্প্রসারিত করতে আগ্রহী।’

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন জাপানি রাষ্ট্রদূতকে ঢাকায় স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের এক উন্নয়ন অংশীদার জাপান, যারা এ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।

জাপান সরকারের সহযোগিতায় মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সফরগুলো দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে।

‘এটি দুদেশের মধ্যে ক্রমান্বয়ে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে সাহায্য করছে,’ জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে এ ধারা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার জানায়। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ