বাংলাদেশে কারখানা খুলছে হুয়াওয়ে

শুল্ক ও কর সুবিধা নিতে এসকেডি ও সিকেডি পদ্ধতিতে স্যামসাং-এর পর বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন করতে যাচ্ছে অপন বহুজাতিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ সফটওয়্যার টেকনোলজি পার্কে বিপিও সামিট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, হ্যান্ডসেটের পাশাপাশি অন্যান্য প্রযুক্তি পণ্য উৎপাদনে ২০ একর জায়গা জুড়ে কারখানা স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ জন্য সরকারের কাছে জায়গা চেয়ে আবেদনও করেছে বিশ্বখ্যাত এই কোম্পানিটি।

জানা গেছে, দেশে হ্যান্ডসেট উৎপাদ করতে ইতোমধ্যে স্যামসাং, সিম্ফোনি, আমরা নেটওয়ার্কস, ট্রানশান বাংলাদেশ লিমিটেড ও আরো দুটি কোম্পানি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে আবেদন করেছে।

এই কোম্পানিগুলো মে থেকে জুলাইয়ের মধ্যে ডিভাইস সংযোজন শুরু করবে বলে জানা গেছে।

এস/