বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: অস্ট্রেলিয়ার সন্ত্রাসবিরোধী দূত

ঢাকা সফররত অস্ট্রেলিয়ার সন্ত্রাসবিরোধী দূত পল ফলি বলেছেন, তার দেশ সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার হুমকি মোকাবিলায় বাংলাদেশ ও এর জনগণকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে।

তিনি জোর দিয়ে বলেন, সব দেশ সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার অভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং অস্ট্রেলিয়া দীর্ঘদিনের উন্নয়ন ও নিরাপত্তা অংশীদার হিসেবে এসব হুমকি রোধে বাংলাদেশ ও এর জনগণকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে।

সন্ত্রাসবিরোধী দূত হিসেবে পল ফলি সন্ত্রাসবিরোধী ও সহিংস চরমপন্থাবিরোধী কাজে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে থাকেন বলে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে।

১৯ মার্চ থেকে শুরু হওয়া ফলির সফরকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট।

পল ফলি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন।

সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বৈশ্বিক কশাঘাত একসাথে মোকাবিলাসহ নিজেদের নিরাপত্তা কর্মকাণ্ডে অস্ট্রেলিয়া বাংলাদেশকে যে গুরুত্ব দিয়ে থাকে তা পল ফলির সফরের মাধ্যমে উঠে এসেছে বলে বুধবার এক বিবৃতিতে হাইকমিশন জানিয়েছে।

হাইকমিশনের আগের বিবৃতির সুর ধরে ফলি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ