বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করলো মালয়েশিয়া

চলমান প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করেছে মালয়েশিয়া।

দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কালুসেগারানের বরাতে এ তথ্য জানায় মালয়েশিয়ার সংবাদমাধ্যম ”দ্য স্টার ডটকম”।

কালুসেগারান বলেন, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চলমান প্রক্রিয়ায় শ্রমিক আসা স্থগিত করা হলো। এর মধ্য দিয়ে আবার পুরানো প্রক্রিয়ায় ফেরত যেতে হবে। যেখানে সরকার পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনায় থাকবে। তবে এ নিয়ে কুয়ালালামপুর- ঢাকাকে কিছু জানিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ২০১২ সালে দুই দেশ কেবল সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় লোক পাঠাতে চুক্তি সই করে।

তিনি আরও জানান, ২০১৬ সালের ১৮ অক্টোবর তা সংশোধন করে ১০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হয়। যাতে অনিয়ম ধরা পড়েছে, এর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শ্রমিক পাঠানো স্থগিত থাকবে।

এছাড়া, মালয়েশিয়ার হোটেল-রেস্তোরাঁগুলোতে বিদেশি শ্রমিক আর কাজ করতে পারবে না বলেও জানান তিনি। দেশটিতে মাহাথির মোহাম্মাদ সরকার গঠনের পর বিদেশি শ্রমিক ইস্যুতে বেশ কড়াকড়ি সিদ্ধান্ত আরোপ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকবার অবৈধ শ্রমিক ধরতে অভিযানও পরিচালিত হয়েছে।

আরজেড/