বাংলাদেশ-ভারতের মধ্যে কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে পরীক্ষামূলকভাবে কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা কন্টেইনার ট্রেনটি আজ বুধবার বিকেলে সেদেশের সীমান্তবর্তী রেলস্টেশন পৌঁছে।

সেখানে কাস্টমস এবং প্রয়োজনীয় অন্যান্য চেকিং শেষে বিকেল ৪ টা ৪০ মিনিটে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের স্টেশনের উদ্দেশে ছেড়ে এসেছে।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, এরআগে মঙ্গলবার সকাল ৯ টা ৩৫ মিনিটে (কলকাতার স্থানীয় সময়) ভারতের ইস্টার্ণ রেলওয়ের জেনারেল ম্যানেজার কলকাতা এবং কনকরের সিএসডি ‘ফ্লাগ অফের’ মাধ্যমে কনটেইনারবাহী ট্রেনটির উদ্বোধন করেন।

৩০টি ফ্লাট ওয়াগনে ৬০টি কনটেইনার বহন করে ট্রেনটি বাংলাদেশের দর্শনা পৌঁছায় বিকাল ৫ টা ৫০ মিনিটে। রাত ১১ টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের নির্ধারিত স্টেশনে পৌঁছার কথা।

আরএম/