বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠক শুরু হয়েছে।

রোববার (১৫ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা প্রক্রিয়া, মুদ্রা পাচার, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টার রাজনাথ সিং সচিবালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে গত শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসেন। আজ তার সফরের শেষ দিন।

আরএম/