বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে:রোহিত

ভিরাট কোহলি টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না, তাই অধিনায়কের দায়িত্ব রোহিত শর্মার কাঁধে। ভারত অধিনায়ক রোহিত শর্মা বিশ্বাস করেন যে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার কাজ হবে নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি যেখান থেকে বিদায় নিয়েছেন সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। সাকিব-তামিম বিহীন বাংলাদেশ দলকে নিজেদের বড় প্রতিপক্ষ মানছেন রোহিত শর্মা।

রোহিত শর্মা গত বছর ভারতকে এশিয়া কাপ জয়ের টুর্নামেন্টে অধিনায়ক করেছিলেন। এবং ভিরাট কোহলি আবারও বিশ্রা্মে। আগামিকাল রবিবার নয়াদিল্লিতে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে আবারও নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

আগামীকাল ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানান নিজেদের কথা,

অধিনায়ক হিসাবে আমার কাজ খুব সহজ – আমি কেবল দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। যেখানে ভিরাট দল ছেড়ে চলে গেছে সেখান থেকে। আমি যে সীমাবদ্ধ সুযোগ পেয়েছি তা আমি আবারও ভালো ভাবে কাজে লাগাতে চাই। দলের আগের পারফরম্যান্স বজায় রাখা আমার দায়িত্ব।সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো সিনিয়র খেলোয়াড়কে ছাড়া বর্তমান বাংলাদেশ দলকে সহজ ভাবে নেবে না ভারত। অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে প্রথম টি-টোয়েন্টি উপলক্ষে রোহিত সাংবাদিকদের বলেন,