বাগদাদে বিক্ষোভকারিদের উপর সশস্ত্র হামলায় হতাহত ১২৭

শুক্রবার শেষ রাতে বাগদাদের মধ্যাঞ্চলে প্রধান প্রতিবাদ ক্ষেত্রে সরকার বিরোধী বিক্ষোভকারিদের উপর একদল সশস্ত্র লোক আক্রমণ চালিয়েছে এবং এতে কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতেদের মধ্যে তিনজন পুলিশও রয়েছে।

ইরাকের রাজধানীতে পুলিশ ও চিকিৎসাসুত্রগুলো বলছে কন্দুকের গুলি এবং ছুরিকাঘাতে ১২৭ আহত হয়েছেন।

ব্যাপক রাজনৈতিক সংস্কার এবং ইরাকি ব্যাপারে ইরানের প্রভাব বন্ধ করার দাবিতে ১লা অক্টোবর থেকে রাস্তায় রাস্তায় যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে তাতে বাগদাদের এই আক্রমণ ছিল মারাত্মক প্রাণহানিমূলক।

ভারি অস্ত্র শস্ত্রে সজ্জিত মুখোশধারী লোকজন, বাগদাদের শহর কেন্দ্রে প্রধান একটি চত্বরে বিক্ষোভকারিদের লক্ষ্য করে

এই হামলা চায়। নিরাপত্তা বাহিনী বলছে তারা আক্রমণকারিদের সনাক্ত করেত পারেনি। নিরাপত্তাসুত্রগুলো বলছে বন্দুকধারীরা ঐ চত্বরগামি প্রধান রাস্তায় আজ ভোরে গুলি করতে করতে প্রবেশ করে। বাগদাদের খিলানি ও সিনাক চত্বরে শুক্রবার প্রথমে আক্রমণ চালায় এবং বন্দুকের গুলি চালনা আজ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।খবর ভিওএ।

আজকের বাজার/লুৎফর রহমান