বাঙালির ঐতিহ্য নবান্ন উৎসব

অগ্রহায়ণ মাস আসলেই বাংলাদেশের গ্রামগুলোতে ধান কাটার ধুম পড়ে, আর সেই সাথে নানা ধরনের পিঠা পুলি, ভাপা, নকষী ইত্যদির আয়োজন শুরু হয়ে যায়। কিন্তু শহরের বাসাগুলোতে তেমন পিঠা বানানো হয় না বললেই চলে।
ব্যস্ততা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। তারপরও অগ্রহায়ণ মাস আসলেই ঢাকা শহরে নবান্ন উৎসব শুরু হয়ে যায়।

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ঋতুবৈচিত্র্যের এ দেশে হাজার বছরের বাঙালিয়ানায় বিভিন্ন সংস্কৃতি ধরা পড়ে ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। আর বাঙালিয়ানার সংস্কৃতি, কৃষ্টিকালচার মিশে আছে এ দেশের মানুষের বিশ্বাস ও মনেপ্রাণে। তাই তো বাঙালি তার নিজস্ব সংস্কৃতি বুকে ধারণ ও লালনপালন করে আসছে সেই প্রাচীনকাল থেকেই।

যতই মানুষ ইট পাথরের চার দেয়ালে বন্দি থাকুক না কেন বাঙালি উৎসবপ্রিয়, তারই জানান দেয় এমন উৎসব গুলোতে ।

আজকের বাজার/লুৎফর রহমান