বাজুসের ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার

আপন জুয়েলার্সের জব্দকৃত সব স্বর্ণালঙ্কার ফেরত ও স্বর্ণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে আগামী ১১ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

শনিবার ১০ জুন রাজধানীর ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা প্রত্যাহারের ঘোষণা দেয় সংস্থাটি।

এর আগে গত বুধবার  বাজুস আপন জুয়েলার্সের জব্দকৃত সব স্বর্ণালঙ্কার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত এবং স্বর্ণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে  ১১ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

ওই দিন  বাজুসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  সংস্থাটির সহ-সভাপতি এনামুল হক খান বলেন, আপন জুয়েলার্সের জব্দকৃত সব স্বর্ণালঙ্কার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে হবে। এটি করা না হলে আগামী ১১ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন দেশের স্বর্ণ ব্যবসায়ী। ওই দিন থেকে দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

আজকের বাজার: আরআর/ ১০ জুন ২০১৭