বাজেট প্রতিক্রিয়ায় কাল ডিএসই সিএসইর সংবাদ সম্মেলন

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেল ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

আগামীকাল রবিবার প্রতিষ্ঠান দুটি এ সংবাদ সম্মেলন করবে। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে সিএসইর ঢাকা অফিসে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ডিএসইর মতিঝিল অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা জায়, সংবাদ সম্মেলনে নতুন বাজেটে পুঁজিবাজারের প্রত্যাশার সাথে প্রাপ্তি-অপ্রাপ্তির বিষয়গুলো তুলে ধরা হবে। এসময় উপস্থিত থাকবেন প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বেশ কয়েকটি সখবর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে অন্যতম হলো বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর করমুক্ত সীমা বৃদ্ধি, বোনাস শেয়ারে নিরুৎসাহিত করা, লভ্যাংশ না দিয়ে টাকা জমা রাখার উপর বাড়তি কর আরোপ করা।

বাজেটে প্রস্তাবনার সময় অর্থমন্ত্রী বলেন বলেন, ‘বিনিয়োগকারীরা শেয়ারে বিনিয়োগ করে নগদ লভ্যাংশের আশা করে। কিন্তু কোম্পানিগুলো নগদ লভ্যাংশ না দিয়ে বোনাস দিচ্ছে। এতে বিনিয়োগকারীরা প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত হন। যার প্রভাব পড়ে পুঁজিবাজারে। তাই কোম্পানিকে বোনাস লভ্যাংশ না দিয়ে, যাতে নগদ লভ্যাংশ প্রদানে উৎসাহিত করার জন্য কোম্পানির বোনাস লভ্যাংশের উপর ১৫ শতাংশ কর প্রদানের প্রস্তাব করছি।’

মন্ত্রী আরও বলেন, ‘অনেক প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দিয়ে রিটেইনড আর্নিংস বা বিভিন্ন ধরনের রিজার্ভ হিসেবে রেখে দেয়ার প্রবণতা দেখা যায়। এতে বিনিয়োগকারীরা লভ্যাংশ প্রাপ্তি থেকে বঞ্চিত হন; যার প্রভাব পুঁজিবাজারে পড়ে। কোনো কোম্পানির আয় বছরে রিটেইনড আর্নিংস, রিজার্ভ ইত্যাদির সমষ্টি যদি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হয় তাহলে যতটুকু বেশি হবে তার ওপর কোম্পানিকে ১৫ শতাংশ কর দিতে হবে।’

ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রণোদনার জন্য মন্ত্রী বলেন, ‘ব্যক্তিশ্রেণির করদাতাদের হাতে পাবলিকলি ট্রেডেড কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী করতে তিনি বলেন, ‘নিবাসী কোম্পানি লভ্যাংশ আয়ের ওপর একাধিকবার করারোপ রোধ করার বিধান গতবছর কার্যকর করা হয়েছিল। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহী করার জন্য এ বছর নিবাসী ও অনিবাসী সব কোম্পানির ক্ষেত্রে এ বিধান কার্যকর করার প্রস্তাব করছি। ফলে নিবাসী কোম্পানির পাশাপাশি অনিবাসী কোম্পানির লভ্যাংশ আয়ের ওপর একাধিকবার করারোপ হবে না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের নতুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের প্রথম বাজেট এটি । আর দেশের ৪৮তম বাজেট।

 

 

আজকের বাজার/মিথিলা