বান্দরবানের রুমায় খাল পেরোনোর সময় দুই পর্যটক নিখোঁজ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তিনাপসাইতার বেড়ানো শেষে রুমার পাইন্দু খাল পেরোনোর সময় পানিতে পড়ে দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।
নিখোঁজরা হলেন- নেভী অফিসার (ঢাকা) সাব ল্যাফটেন্যান্ট সাইফুল্লাহ এবং ঢাকার বনফুল গ্রীণ আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগম।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় ছয় জনের একটি টিম তিনাপসাইতার বেড়ানো শেষে রুমা সদরে ফিরছিল। ওই সময় রুমার পাইন্দু খাল পেরোতে গিয়ে ছয়জনের মধ্যে দুই জন পানিতে ভেসে যায়। ভারীবর্ষণে খালে প্রচুর পানির স্রোত ছিল। বাকি চারজন উপজেলার রেনিন নামে একটি জায়গায় অবস্থান করছে।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান জানান, দুই পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনোছেন, কিন্তু বিস্তারিত এখনো জানা যায়নি। তিনি জানান, তিনাপসাইতারে যেতে প্রশাসনের অনুমতি নিতে হয় পর্যটকদের। কিন্তু উপজেলা প্রশাসন কিংবা রোয়াংছড়ি থানার অনুমতিপত্র না নিয়ে তারা গতকাল সকালে তিনাপসাইতারে ভ্রমণে গিয়েছিলেন।