বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন করোনায় আক্রান্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কিংবদন্তি ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হওয়া সালাউদ্দিন বুধবার রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন।

কাজী সালাউদ্দিনের মৃদু উপসর্গ রয়েছে এবং আগামী কয়েক দিন তিনি আইসোলেশনে থাকবেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী সালাউদ্দিনের দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র করোনা প্রতিবেদন আবারও পজেটিভ এসেছে। ফলে তার কাতার সফর অনিশ্চিত হয়ে গেল।

করোনার কারণে ১৯ নভেম্বর বাংলাদেশ ফুটবল দলের সাথে কাতার সফরে যেতে না পারা জেমি ডে আগামী রবিবার আবারও করোনা পরীক্ষা করাবেন। সেই রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে যে তিনি কাতারে বাংলাদেশ দলে যোগ দিতে পারবেন কি না।