বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

দারুণ উত্তেজনাকর এক ম্যাচে রবিবার রাতে ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ লীগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও জয়ের দেখা পেতে যথেষ্টই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। এর আগে, শুরুতেই এগিয়ে যেতে পারতো জিদানের শিষ্যরা। ত্রুসের ফ্রি কিক থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন কাসেমিরো। তবে অফ সাইড হওয়ায় বাতিল হয় গোলটি।

এরপর অধিকাংশ সময় বল দখলে রেখে ভায়াদোলিদকে বেশ চাপেই রাখে রিয়াল মাদ্রিদ। অবশেষে খেলার ৭৮ মিনিটে স্বস্তি আসে রিয়াল শিবিরে। টনি ক্রুসের ক্রস হেড থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান নাচো। আর সেই গোল থেকে জয় নিয়েই বার্সাকে টপকে স্প্যানিশ লীগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে লস ব্লাঙ্কোসরা। এই জয়ের মধ্য দিয়ে ২১ ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। আর ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চলে গেল বার্সেলোনা। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান