বাসার দুই বেডে করোনা চিকিৎসা, ক্লিনিক সিলগালা

চট্টগ্রামে মো. সোলায়মান নামে ভুয়া এক চিকিৎসকের সন্ধান পেয়েছে প্রশাসন। হাটহাজারী উপজেলার মেখল এলাকার একটি ভবনে তিনি ক্লিনিকও খুলে বসেছিলেন। আজ দুপুরে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে অভিযানে ধরা পড়ে এই চিকিৎসকের কারসাজি।

ইউএনও জানান, সোলায়মান এক সময় হোমিও চিকিৎসা করলেও পরে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক বলে পরিচয় দিতে থাকেন। নামের পাশে লিখতে শুরু করেন নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ। নিজের ফ্ল্যাটের এক রুমে দুই বেডের ক্লিনিক তৈরি করে সেখানে করোনা রোগের চিকিৎসা দেয়া হয় বলে প্রচার করেন ওই চিকিৎসক।

অভিযানের সময়ও তার ক্লিনিকে দুজন রোগী ভর্তি পাওয়া গেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। বয়স ও করোনা পরিস্থিতি বিবেচনায় ভুয়া চিকিৎসক সোলায়মানকে জরিমানা না করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।