গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার ভোর রাত তিনটার দিকে রংপুর- ঢাকা মহাসড়কে উপজেলার বালুয়ার জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন বরকত ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী নৈশ্যকোচ ঢাকা থেকে বুড়িমারী যাওয়ার পথে উপজেলার বালুয়ার জুম্মারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া যায়।

তারা হলেন টাঙ্গাইল জেলার সুনীল কুমার, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রিয়াজ উদ্দিন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মাহাবুল ইসলাম ও একই জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের বাসের হেলপার বিদ্যুৎ। আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও রংপুর মেডিকের কলেজ হাসপাতালে ৯ জনকে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহাযতা প্রদান করা হয়েছে।

/এস,এম শাহাদৎ হোসাইন/গাইবান্ধা