বিএনপি-জামায়াতের ৪৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ২০১৫ সালের ৫ জানুয়ারি নগরীতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি-জামায়াতের ৪৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন চট্টগ্রামের একটি আদালত।

গত ২০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এই অভিযোগ দাখিল করলে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মাসুদ অভিযোগটি গ্রহণ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নি্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ড. শাহদাত হোসেন এবং সাধারণ সম্পাদক আবু হাসান বক্কর ও জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াতের কর্মীরা। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।

অারএম/