বিকালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের ৩০তম ম্যাচে আজ পরস্পরের মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। লন্ডনের লর্ডসে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে-লন্ডনে আজ কখনো রোদ, কখনো আকাশে মেঘ থাকবে।

লর্ডসে সর্বশেষ ওয়ানডে ম্যাচ হয়েছিল গত জুলাইয়ে। চলতি বিশ্বকাপে আজই প্রথম ম্যাচ হবে। লর্ডসের উইকেটে স্পিনাররা সুবিধা আদায় করে নিতে পারেন। শুকনো পিচ হওয়ায় তাই ধারণা করা হচ্ছে।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের ছয় দিন পর আবারও মাঠে নামছে পাকিস্তান। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তারা। তাদের অর্জন ৩ পয়েন্ট। বিশ্বকাপে টিকে থাকতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

অন্যদিকে ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাদেরও অর্জন ৩ পয়েন্ট। গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠার স্বপ্ন মলিন হয়ে গেছে। গত তিন ম্যাচে ভালো বোলিং উপহার দিলেও পর্যাপ্ত রান তুলতে পারেনি তারা।

তবে এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে তাদের। জিততে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে ফাফ ডু প্লেসিসদের। এদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর ইংল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল পাকিস্তান।

কিন্তু ব্যাটিং-ব্যর্থতার জন্য পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। চিরশত্রু ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তানিরা। তবে দারুণ ছন্দে রয়েছেন পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপের মঞ্চে পাঁচ উইকেট শিকারের কীর্তি দেখান।

ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের রেকর্ডও গড়েন। বোলিংয়েই শক্তি পাকিস্তানের। কেননা ইংল্যান্ড ম্যাচ বাদ দিলে তাদের ব্যাটসম্যানরাও তেমন কিছু করে দেখাতে পারেননি। পাকিস্তান দলে শোয়েব মালিকের জায়গায় একাদশে ফিরতে পারেন হারিস সোহেল।

বিশ্বকাপে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা আগে চারবার পরস্পরের মুখোমুখি হয়েছে। তিনবার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। একটি মাত্র ম্যাচে জিতেছে পাকিস্তান। গত বিশ্বকাপে ২৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা।

এর আগে ১৯৯৯, ১৯৯৬ ও ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর মধুর স্বাদ পায় দক্ষিণ আফ্রিকানরা।

আজকের বাজার/এমএইচ