বিক্রেতাশূণ্য তিন প্রতিষ্ঠান

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়ে বিক্রেতাশূণ্য হয়ে হল্টেড হয়েছে । প্রতিষ্ঠানগুলো হলো: গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বা ১৯ টাকা ১০ পয়সা বা ৮.৭৩ শতাংশ  বেড়ে সবশেষ ২৩৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। সারাদিনে প্রতিষ্ঠানটির  ২২ হাজার ৪৭৯টি শেয়ার ১৭৮বার হাতবদল হয় যার বাজার মূল্য ৫২ লাখ ৮৭ হাজার টাকা।

গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার  ৯.৮৭ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সারাদিনে  ২৭ লাখ ৫৭ হাজার ১৭৮টি শেয়ার ১৮৫১বার হাতবদল হয় যার বাজার মূল্য ৬ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

আর প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার আজ ৯.৮৩ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। সারাদিনে প্রতিষ্ঠানটির ১৪ লাখ ৯৯ হাজার ৭৫৬টি শেয়ার ৯৭৬বার হাতবদল হয় যার বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ৯ হাজার টাকা।

 

আজকের বাজার/মিথিলা