বিক্ষোভ উপেক্ষা করেই কলকাতায় নরেন্দ্র মোদী

বিক্ষোভের আবহেই কলকাতায় পৌঁছোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে ফুল দিয়ে মোদীকে স্বাগত জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিামনবন্দরে রয়েছেন কলকাতা বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়রা। এদিকে, কলকাতা বিমানবন্দরের বাইরে তুমুল বিক্ষোভ চলছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি কংগ্রেস-সহ কয়েকটি সংগঠন বিক্ষোভ প্রদর্শন করছে বলে খবর।

সিএএ বিরোধী বৈঠকে কার্যত অবরুদ্ধ ধর্মতলা চত্বর। মোদীর সফরের মুখে গর্জে উঠেছে কলকাতার রাজপথ। ‘গো ব্যাক মোদী’ এই স্লোগানে মুখরিত মহানগরের বিভিন্ন প্রান্ত। শনিবার সকালে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই মোদী বিরোধিতায় পথে নামেন ছাত্রছাত্রীদের একাংশ। গোলপার্ক, যাদবপুর, ধর্মতলা, কলেজ স্ট্রিটে এদিন মোদীর সফরের বিরোধিতায় বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

সিএএ-এনআরসি-র প্রতিবাদে যখন দেশের অন্য শহরের মতো ফুঁসছে বাংলা, সেই আবহেই আজ বিকেলে দু’দিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। শনিবার টুইটে নিজের মুখে সেই কথাই জানিয়েছেন মোদী। তুলে ধরেছেন রাজ্যের স্থান মাহাত্ম্যের কথা। প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচির পাশাপাশি তাঁর সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনার কথাও উঠে আসছে, যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মোদীর সফরের প্রতিবাদে মুখর বাম ও কংগ্রেস-সহ নানা সিএএ বিরোধী সংগঠন।

আজকের বাজার/লুৎফর রহমান