বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র বহুল আলোচিত ভবন ভাঙার কাজ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম আজ দুপুরে কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ভবনটি ভাঙতে প্রায় ছয় মাস সময় লাগবে। হাতিরঝিল প্রকল্পের নকশার বাইরের সকল অবৈধ প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সরিয়ে ফেলা হবে।হাতিরঝিল ও বেগুনবাড়ি খালের মধ্যে পানির প্রবাহকে বাধা সৃষ্টি করা বিজিএমইএ ভবনটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত।

২০১১ সালে বিজিএমইএ’র ১৬ তলা বিশিষ্ট এ ভবনটিকে‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’উল্লেখ করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করলে ২০১৮ সালের ২ এপ্রিল বিজিএমই কর্তৃপক্ষকে ভবন ভাঙতে আরও এক বছর সময় দেয় সুপ্রিম কোর্ট। যা গত বছরের ১২ এপ্রিল শেষ হয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান