বিদেশে বন্দিশালায় আটক ৮৪৮ বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন যে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কারাগার বা বন্দিশালায় বর্তমানে আট হাজার ৮৪৮ বাংলাদেশি আটক রয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুই হাজার ৫১ বাংলাদেশি ভারতের বিভিন্ন কারাগারে বন্দী আছেন। তাদের মধ্যে কলকাতায় আছেন দুই হাজার ৩১ জন।

এছাড়া, সৌদি আরবে এক হাজার ২৮৯, সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ১৫৬, বাহরাইনে ৬৯৩, মালয়েশিয়ায় ৫৭২, ওমানে ৪৪২, কাতারে ৩৫১, কুয়েতে ৩১৬, ইরাকে ২৭৫, ইরানে ২৪৩, যুক্তরাজ্যে ১২৬ ও যুক্তরাষ্ট্রে ৭৯ বাংলাদেশি আটক আছেন।

আবদুল মোমেন জানান, তার মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনের সহায়তায় কারাগারে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে।

তিনি বলেন, কোনো বাংলাদেশি বিদেশে কারাদণ্ড পেলে তাদের শাস্তির মেয়াদ কমাতে বা ক্ষমা পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণত আইনজীবী নিয়োগ এবং ট্রাভেল ডকুমেন্ট ও প্রয়োজনীয় কাগজ প্রস্তুত করে দেয়।

আজকের বাজার/এমএইচ