বিদ্যাগঞ্জে ইন্টারসিটি ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন সংস্কৃতি প্রতিমন্ত্রীর

ময়মনসিংহ-জামালপুর রেল লাইনে বিদ্যাগঞ্জ রেল স্টেশনে ইন্টারসিটি ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি আজ মঙ্গলবার বিকেলে বিদ্যাগঞ্জ রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যাত্রাবিরতি উদ্বোধন করেন। বিদ্যাগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে, একইসাথে নতুন নতুন রেলপথ তৈরী এবং রেলযাত্রীদের যোগাযোগের পথ সুগম করেছে।

বিদ্যাগঞ্জ রেল স্টেশনে ইন্টারসিটি ট্রেনের যাত্রাবিরতিকে এ এলাকার মানুষের জন্য মুজিব বর্ষের উপহার হিসাবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, এখানে যাত্রাবিরতির ফলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হলো। বিদ্যাগঞ্জ উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ আলী ভূইয়্যা, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুছ, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, নুরুল হক সরকার, রিয়াজুল ইসলাম সোহেল প্রমূখ। এখন থেকে প্রতিদিন বিদ্যাগঞ্জ রেল স্টেশনে আন্তঃনগর যমুনা ও কমিউটার-২ এ দু’টি ট্রেন যাত্রাবিরতি করবে। এতে বিদ্যাগঞ্জ ও পার্শ্ববর্তী চরাঞ্চলের মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেন যোগাযোগের সুযোগ পাবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান