বিনামূল্যে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি বই বিতরণ করা হয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত গত ১১ বছরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক,দাখিল,দাখিল (ভোকেশনাল) ও এস.এস.সি (ভোকেশনাল) স্তরের শিক্ষার্থীদের মাঝে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি শিক্ষক নির্দেশিকাসহ পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি আরো জানান, এর মধ্যে শিক্ষকদের মধ্যে ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি শিক্ষক নির্দেশিকা এবং ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক রয়েছে। আর ২০১৪ শিক্ষা বর্ষ থেকে প্রাক- প্রাথমিকের শিক্ষার্থীদেরও এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
মন্ত্রী জানান, বিতরণ করা বইয়ের সংখ্যা ২০১০ সালে ছিল ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১টি, ২০১১ সালে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি, ২২ কোটি ১২ লাখ ১৩ হাজার ৩৩৩টি, ২০১৩ সালে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি, ২০১৪ সালে ৩১ কোটি ৭৮ কোটি ১২ হাজার ৯৬৬টি, ২০১৫ সালে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি, ২০১৬ সালে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি, ২০১৭ সালে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি ২০১৮ সালে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি এবং ২০১৯ সালে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি।