বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান। বিদেশিদের বিনিয়োগের জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ এফডিআইয়ের সুরক্ষা নিশ্চিত করেছে সরকার।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বারের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ১০০ বছর পূর্তি এবং বাংলাদেশে এই চেম্বারের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রাষ্ট্রপতি বলেন, ব্যবসা এবং বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময় বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। তাদের সব ধরনের সহযোগিতা এবং এফডিআই’র সুরক্ষা দিতেও প্রস্তুত। প্রত্যক্ষ এবং পরোক্ষ বিদেশি বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে আকর্ষণীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

এছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ব্যবসা- বাণিজ্য প্রসারে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজকের বাজার/এমএইচ