বিপিএল: এলিমিনেটর ম্যাচে ঢাকার কাছে হেরে চিটাগংয়ের বিদায়

ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিয়েছে চিটাগং ভাইকিংস। সোমবার এলিমিনেটর ম্যাচে চিটাগংকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে চিটাগং ভাইকিংস। দলের পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া ক্যামেরুন ডেলপোর্ট ৩৬ এবং সাদমান ইসলাম ২৪ রান করেন।

ঢাকার পক্ষে সুনীল নারিন ৪টি এবং কাজী অনীক ও রুবেল হোসেন ১টি করে উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে ১৬ দশমিক ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। ঢাকার পক্ষে উপল থারাঙ্গা ৫১, নারীন ৩১, রনি তালুকদার ২০ ও নুরুল হাসান সোহান ২০* রান করেন।

অন্যদিকে চিটাগংয়ের পক্ষে খালিদ আহমেদ ৩টি উইকেট পান।

সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে পরাজিত দল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকার বিপক্ষে খেলবে।

আজকের বাজার/এমএইচ