বিমান ছিনতাইচেষ্টা: নায়িকা সিমলাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশ আহমেদের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।

রাজেশ বড়ুয়া নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন। তবে জিজ্ঞাসাবাদে শিমলা কী বলেছেন বা কোনো তথ্য দিয়েছেন কিনা সে ব্যাপারে মুখ খোলেননি এই কর্মকর্তা।

জানা গেছে, নায়িকা শিমলা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারত থেকে ফিরে বৃহস্পতিবার চট্টগ্রামে কাউন্টার টেররিজম ইউনিটে হাজির হন। তাকে বেলা ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ। পরে পাইলট বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করলে, যৌথ বাহিনীর অভিযানে জিম্মি ঘটনার অবসান হয়। অভিযানে পলাশের মৃত্যু হয়।

আজকের বাজার/এমএইচ